Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মিশন ও ভিশন

জাতীয় মহিলা সংস্থার ভিশন:

সমাজ,রাষ্ট্র, শান্তি ও উন্নয়নে নারী পুরুষের মধ্যে সমতা স্থাপন, মানুষ হিসেবে নারীর উন্নয়ন ও বিকাশের জন্য প্রয়োজনীয় পরিবেশ গড়ে তোলার মাধ্যমে নারীর মানবাধিকার প্রতিষ্ঠা, ক্ষমতায়ন ও উন্নয়নের মূল স্রোতধারায় সম্পৃক্তকরন।

মিশন:

জাতীয় ও আর্ন্তজাতিক অঙ্গীকার সমূহ বাস্তবায়নের লক্ষ্যে সংস্থার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়ন। মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন, স্বাবলন্বিতা অর্জন, দক্ষ জনশক্তিতে রূপান্তর , সামাজিক, রাজনৈতিক আইনগত অধিকার ইত্যাদি প্রতিষ্ঠায় সচেতনতা সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সমান সুযোগ সুবিধার ক্ষেত্র প্রস্তুত।

 

লক্ষ্য ও উদ্দেশ্য

জাতীয় মহিলা সংস্থা আইন ১৯৯১ অনুযায়ী সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নিম্নরূপঃ

 

ক) জাতীয় জীবনের সকল ক্ষেত্রে মহিলাগণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করা ।

খ) মহিলাদের জন্য কারিগরী ও বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা করা ।

গ) অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে মহিলাদের সহায়তা করা ।

ঘ) মহিলাদের আইনগত অধিকার রক্ষার্থে সাহায্য করা ।

ঙ) পরিবার কল্যাণমূলক  ব্যবস্থাদি গ্রহণে মহিলাদের উদ্বুদ্ধ করা ।

চ) মহিলা কল্যাণে নিয়োজিত সরকারী ও বেসরকারী, দেশী বিদেশী প্রতিষ্ঠানের সহিত যোগাযোগ স্থাপন করা ।

ছ) জাতীয় উন্নয়ন কর্মকান্ডে মহিলাদের সম্পৃক্ত করার জন্য উদ্যোগ গ্রহণ করা ।

জ) সমবায় সমিতি গঠন ও কুটির শিল্প স্থাপনে মহিলাদের উৎসাহিত করা ।

ঝ) ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে মহিলাদের অংশ গ্রহণের সুযোগ সৃষ্টি করা ।

ঞ) মহিলাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সম্মেলন, সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা ।

ট) উপরোক্ত কার্যাবলী সম্পাদনের জন্য প্রয়োজনীয় যে কোন পদক্ষেপ গ্রহণ করা ।